জেডিপিসি'র সেবা সহজিকরণের দৃষ্টান্ত
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর বার্ষিক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সেবা সহজিকরণের দৃষ্টান্তঃ
১ |
২ |
৩ |
ক্রমিক নং |
সহজিকৃত সেবার তালিকা |
সহজিকৃত সেবার সংক্ষিপ্ত বিবরণ |
০১। |
Electronic Fund Transfer (EFT) ব্যবস্থা চালু |
জেডিপিসি প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রে বিক্রীত পণ্যের মূল্য উদ্যোক্তাদের পরিশোধের ক্ষেত্রে Electronic Fund Transfer (EFT) ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সাধারণ উদ্যোক্তা ঘরে বসেই তার বিক্রীত পণ্যের মূল্য পেয়ে যাচ্ছে। |
০২। |
RMB ম্যানেজমেন্ট সফট্ওয়্যার |
জেডিপিসির কাঁচামাল ব্যাংকের কাঁচামালের ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করা হয়েছে |
০৩। |
পাটপণ্য তৈরির You-tube ভিডিও |
You-tube এর মাধ্যমে উদ্যোক্তাদের পাটপণ্য তৈরি করার ভিডিও প্রচার। যে কোন সাধারণ মানুষ এবং উদ্যোক্তা ঘরে বসেই You-tube এর মাধ্যমে পাটপণ্য তৈরি করতে পারবেন। |
০৪। |
'ইডি কে বলো' এ্যাপ |
উদ্যোক্তা /সেবা গ্রহীতাদের পরামর্শ, মতামত ও অভিযোগ প্রদানের জন্য 'ইডি কে বলো' এ্যাপ চালু রয়েছে। |
০৫। |
Organize Live Display from JDPC Display & Sale Centre |
ইতোমধ্যে জেডিপিসি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থেকে প্রচার প্রচারনা বৃদ্ধির জন্য বহুমুখী পাটপণ্যের লাইভ ডিসপ্লে আয়োজন করা হয়েছে। এর ফলে যে কোন সাধারণ মানুষ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের লাইভ ডিসপ্লে দেখে বহুমুখী পাটপণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হবেন। |
০৬। |
“Smart Jute marketplace”
|
বহুমুখী পাটপণ্য অনলাইনে বিক্রির সুবিধার জন্য উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ঘরে বসেই বহুমুখী পাটপণ্য ক্রয় করার সবথেকে ভাল মাধ্যম হচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইট। |
০৭। |
জেডিপিসি'র ৬টি সেবা 'মাইগভ প্ল্যাটফর্মে' চালু রয়েছে |
১। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ । ২। বহুমুখী পাটপণ্যের আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী । ৩। উদ্যোক্তা নিবন্ধন। ৪। উদ্যোক্তা নিবন্ধন নবায়ন। ৫। বহুমুখী পাটপণ্যের একক মেলা ও প্রদর্শনী। ৬। বহুমুখী পাটপণ্যের যৌথ মেলা ও প্রদর্শনী। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর সবথেকে সুবিধাজনক প্ল্যাটফর্মে হচ্ছে এই 'মাইগভ প্ল্যাটফর্ম'। জেডিপিসি'র সহজিকৃত সেবাসমূহ উদ্যোক্তারা ঘরে বসেই সহজে পেয়ে থাকেন। |