Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২৪

সেবা-সহজিকরণের দৃষ্টান্ত

জেডিপিসি'র সেবা সহজিকরণের দৃষ্টান্ত

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর বার্ষিক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সেবা সহজিকরণের দৃষ্টান্তঃ

ক্রমিক নং

সহজিকৃত সেবার তালিকা

সহজিকৃত সেবার সংক্ষিপ্ত বিবরণ

০১।

Electronic Fund  Transfer (EFT) ব্যবস্থা চালু

জেডিপিসি প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রে বিক্রীত পণ্যের মূল্য উদ্যোক্তাদের পরিশোধের ক্ষেত্রে Electronic Fund  Transfer (EFT) ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সাধারণ উদ্যোক্তা ঘরে বসেই তার বিক্রীত পণ্যের মূল্য পেয়ে যাচ্ছে।

০২।

RMB ম্যানেজমেন্ট সফট্ওয়্যার

জেডিপিসির কাঁচামাল ব্যাংকের কাঁচামালের ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করা হয়েছে

০৩।

পাটপণ্য তৈরির You-tube ভিডিও

You-tube এর মাধ্যমে উদ্যোক্তাদের পাটপণ্য তৈরি করার ভিডিও প্রচার। যে কোন সাধারণ মানুষ এবং উদ্যোক্তা ঘরে বসেই You-tube এর মাধ্যমে পাটপণ্য তৈরি করতে পারবেন।

০৪।

'ইডি কে বলো' এ্যাপ

উদ্যোক্তা /সেবা গ্রহীতাদের পরামর্শ, মতামত ও অভিযোগ প্রদানের জন্য 'ইডি কে বলো' এ্যাপ চালু রয়েছে।

০৫।

Organize Live Display from JDPC Display & Sale Centre

ইতোমধ্যে জেডিপিসি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থেকে প্রচার প্রচারনা বৃদ্ধির জন্য বহুমুখী পাটপণ্যের লাইভ ডিসপ্লে আয়োজন করা হয়েছে। এর ফলে যে কোন সাধারণ মানুষ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের লাইভ ডিসপ্লে দেখে বহুমুখী পাটপণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হবেন।

০৬।

“Smart Jute marketplace”

 

বহুমুখী পাটপণ্য অনলাইনে বিক্রির সুবিধার জন্য উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ঘরে বসেই বহুমুখী পাটপণ্য ক্রয় করার সবথেকে ভাল মাধ্যম হচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইট।

০৭।

জেডিপিসি'র ৬টি সেবা 'মাইগভ প্ল্যাটফর্মে' চালু রয়েছে

১। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ।

২। বহুমুখী পাটপণ্যের আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী ।

৩। উদ্যোক্তা নিবন্ধন।

৪। উদ্যোক্তা নিবন্ধন নবায়ন।

৫। বহুমুখী পাটপণ্যের একক মেলা ও প্রদর্শনী।

৬। বহুমুখী পাটপণ্যের যৌথ মেলা ও প্রদর্শনী।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর সবথেকে সুবিধাজনক প্ল্যাটফর্মে হচ্ছে এই 'মাইগভ প্ল্যাটফর্ম'। জেডিপিসি'র সহজিকৃত সেবাসমূহ উদ্যোক্তারা ঘরে বসেই সহজে পেয়ে থাকেন।