বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি)'র কার্যক্রম সমূহঃ-
০১। বহুমুখী পাটপণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করনের জন্য জেইএসসি'র অন্তর্ভূক্ত বিভিন্ন জেলাসমূহে
সচেতনতা কর্মশালা আয়োজন করা।
০২। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজন করা।
০৩। বহুমুখী পাটপণ্যের বাজার সমীক্ষা পূর্বক স¤প্রসারণ ও সম্ভাব্যতা যাচাই।
০৪। বহুমুখী পাটপণ্যের প্রচার প্রসার ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জেইএসসি'র অন্তর্ভূক্ত বিভিন্ন
জেলাসমূহে মেলার আয়োজন ও প্রদর্শনীর ব্যবস্থা করা।
০৫। স্থানীয়ভাবে অন্যান্য সংস্থার আয়োজিত বিভিন্ন মেলায় অংগ্রহণ।
০৬। ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন।
০৭। নতুন নতুন উদ্যোক্তা সনাক্ত/চিহ্নিতকরণ করা।
০৮। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী সময় সময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
০৯। নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, প্রশিক্ষণ প্রদান, ব্যাংক
লোন প্রাপ্তিতে সহযোগীতা এবং ডিজাইন উন্নয়নে সহায়তা দান।
১০। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার উপকরণ, কাঁচামাল ও এক্সেসরিজ সরবরাহের
ব্যবস্থা করা ।
১১। অন্যান্য উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করা।